top of page
Blue Skies

সুনীল ফাউন্ডেশন প্রতিষ্ঠান করার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গুলিকে সংরক্ষণ করে রাখা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের পাঠক এবং পন্ডিতেরা সেগুলি উপভোগ করতে পারে। এই ফাউন্ডেশন টি প্রতিষ্ঠিত করেছেন সুনীল যায়া স্বাতী গঙ্গোপাধ্যায় এবং পুত্র শৌভিক গঙ্গোপাধ্যায়।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ওনার কাজের সংরক্ষণ ও প্রচারের কাজ চালাবে, এবং বাংলা সাহিত্যকে সমর্থন করার কিছু উদ্যোগ নেবে। যদিও এই মুহূর্তে ফাউন্ডেশন টি সম্পূর্ণ ভার্চুয়াল, লক্ষ্য রয়েছে পরবর্তীকালে এক স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করার যেটি একটি সংরক্ষণাগার এবং গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। ওনার পান্ডুলিপি এবং অন্যান্য উপযুক্ত স্মৃতিচিহ্নর জন্য অন্যান্য উপযুক্ত সংগ্রহশালা খোঁজা হবে।

AEnB2Uq_HIiXrr6Uye1O7aZ5edPEz3r8ICmVEm8k9WIpa8GnDYiuQwMuSahKqwy82Yi7yRhU9ZSJdY5rzHIdRqOnNl

Sunil Foundation 

© 2024 by Shouvik Gangopadhyay.

bottom of page